Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাল্টাপাল্টি বিজয় দাবি আফগানিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রতিদ্ব›দ্বী প্রার্থী পাল্টাপাল্টি বিজয় দাবি করেছেন। সোমবার দেশটির প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ সরাসরি বিজয় লাভের কথা বলেছেন। আগের দিন জয়ী দাবি করেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আশরাফ গনি। তবে কোনও পক্ষই নিজেদের দাবির সপক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি। দেশটির নির্বাচন কমিশনের প্রধান নির্বাহী হাবিবুর রহমান নাং বলেছেন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষিত হওয়ার আগে কেউই নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিন সপ্তাহের আগে কেউই আনুষ্ঠানিক ফল ঘোষণার আশা করছেন না। তালেবান হামলার আশঙ্কার মধ্যে শনিবার অনুষ্ঠিত হয় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন। রবিবার বেসরকারি হিসাবের বরাত দিয়ে দেশটির এক নির্বাচনি কর্মকর্তা জানান এই নির্বাচনে মাত্র ২০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। বিবিসি জানিয়েছে, ২০০১ সালে তালেবান সরকার উৎখাতের পর এবারই সবচেয়ে কম সংখ্যক ভোটার ভোট দিয়েছে। দেশটির প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ এবং প্রেসিডেন্ট আশরাঘ ঘানি উভয়েই ৫০ শতাংশ ভোট পাওয়ার দাবি করেছেন। আফগানিস্তানের আইন অনুযায়ী কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট পেলে দ্বিতীয় দফায় নির্বাচন হবে না। তবে তা না পেলে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফা ভোটে অংশ নেবেন। সোমবার এক সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, এই নির্বাচনে তিনিই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। ফলে দ্বিতীয় দফা নির্বাচনের দরকার হবে না। এর আগের দিন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আশরাফ ঘানির সহকর্মী আমরুল্লাহ সালেহ সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে বলেন, তাদের দলের তথ্য অনুযায়ী ৬০ থেকে ৭০ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছে। ভিওএ, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ