Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাদাখে গোলাবারুদের মজুদ করছে ভারতীয় সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

গত কয়েক সপ্তাহে ভারতের এক শীর্ষ সামরিক কমান্ডার চীনের সঙ্গে বিরোধপ‚র্ণ লাদাখ অঞ্চলে কয়েকবার সফর করেছেন। ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখান থেকে লাদাখকে আলাদা কেন্দ্র শাসিত ভ‚খÐে পরিণত করার পর এসব সফর অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী লাদাখে গোলাবারুদের মজুত গড়ে তুলছে। ভারতের শীর্ষ সেনা কমান্ডারদের একজন নর্দান কমান্ডের কমান্ডার লে. জেনারেল রণবরি সিং গত সোমবারও প‚র্ব লাদাখের লাইন অব এ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) পরিদর্শন করেন। এলএসি হলো কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত টানা একটি কল্পিত রেখা যা দিয়ে ভারত ও চীনের মধ্যে সীমারেখা বুঝানো হয়। তবে এই সীমারেখা চিহ্নিত বা আনুষ্ঠানিক সীমানা নয়। এক সেনা মুখপাত্র বলেন, কমান্ডার সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রস্তুতির খোঁজ খবর নেন। গত মাসে ওই এলাকায় ভারত বড় ধরনের সামরিক মহড়া চালায়। সেখানকার একটি হ্রদের পাশে গত ১১ সেপ্টেম্বর চীন ও ভারতীয় সেনাদের মধ্যে ছোটখাট সংঘর্ষ হয়। এসএএম।



 

Show all comments
  • Sahidul Sahidul Islam ২ অক্টোবর, ২০১৯, ২:৩৬ এএম says : 0
    তাহলে যুদ্ধ কি এবার হচ্ছে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ