Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামি গানের অ্যালবাম নিয়ে আসছে মেহতাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম


প্রতিভাবান কন্ঠশিল্পী মেহতাজ এবার আধুনিক ইসলাম গান নিয়ে অ্যালবাম প্রকাশ করছেন। অ্যালবামটির নাম ‘আল্লাহু সুবহান’। এতে ৫টি মৌলিক ইসলামিক গান রয়েছে। গানগুলো লিখেছেন কাউসার হামিদ সুন্নাহ, মাহমুদ ফয়সাল, কাজী শাহরিয়ার, নোমান আব্দুর রহিম ও মেহতাজ নিজে। সুর করেছেন মেহতাজ ও মাহমুদ ফয়সাল। সংগীত আয়োজন করেন রাফি মোহাম্মদ। গানগুলোর মধ্যে ৫টির ভিডিও সম্প্রতি শেষ করেছেন বলে জানিয়েছেন নির্মাতা এইচ আল হাদি। শিঘ্রই নাশিদ লাউঞ্জ-এর ব্যনারে এটি বাজারে আসবে বলেন জানায় প্রযোজনা প্রতিষ্ঠান। অ্যালবামটি প্রসঙ্গে মেহতাজ জানান, তার জীবনের লক্ষ হলো বিশুদ্ধ ইসলামি গানকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরা। উল্লেখ্য, মেহতাজ এর শুরু হয় আধুনিক গান দিয়ে। ২০১৬ সালে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ‘মেহতাজ’ শিরোনামে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এরপর সিঙ্গেল ও ডুয়েট গান প্রকাশিত হয়েছে ১০টির বেশি। মেহতাজ প্রথম প্লেব্যাক করেন অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ চলচ্চিত্রে সেনিজ এর সাথে। এছাড়া আরো দুইটি চলচ্চিত্রে কন্ঠ দেন। একটি হলো মিজানুর রহমান মিজানের ‘রাগী’। অন্যটি শাহিন সুমন‘'একটা প্রেম দরকা’।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামি গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ