Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহেই উত্তর কোরিয়া ও মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে বসছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জুনে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প থমকে থাকা নিরস্ত্রীকরণ আলোচনা ফের শুরুতে আগ্রহ দেখানোর চার মাস পর সুইডেনে এ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে । দুই দেশের মধ্যকার এ উচ্চপর্যায়ের বৈঠকে ট্রাম্পের নিয়োগ দেয়া উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দ‚ত স্টিফেন বিগেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে উত্তর কোরীয় দলের নেতৃত্ব দেবেন ভিয়েতনামে দেশটির সাবেক রাষ্ট্রদ‚ত কিম মিয়ং গিল। সা¤প্রতিক মাসগুলোতে জাপান সাগরে পিয়ংইয়ংয়ের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দুই দেশ ভেস্তে যাওয়া আলোচনা পুনরায় শুরুর এ উদ্যোগ নিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সর্বশেষ বুধবারও উত্তর কোরিয়া সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে দেশদুটির ওপর নানাপাক্ষিক চাপ থাকা সত্তে¡ও উভয় দেশই নিজেদের অবস্থানে অনড় থাকায় ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠকটি ব্যর্থ হয়। এরপর থেকে ওয়াশিংটন বেশ কয়েকদফা নতুন করে আলোচনা শুরুর প্রস্তাব দিলেও পিয়ংইয়ংয়ের দিক থেকে সাড়া মেলেনি। জুনে দুই কোরিয়ার অসামরিক এলাকায় ট্রাম্প ও কিমের সাক্ষাতে দুই নেতা ফের আলোচনা শুরুতে আগ্রহ দেখালেও পরের দিকে এ বিষয়ক কোনো অগ্রগতি দেখা যায়নি। ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করার পর গত সপ্তাহে উত্তর কোরিয়া ফের আলোচনা শুরুতে তৎপর হয়। পর্যবেক্ষকরা বলছেন, কট্টরপন্থি বোল্টনকে সরিয়ে দিয়ে ট্রাম্প তুলনাম‚লক উদারপন্থি বিগেনকে আলোচনার দায়িত্ব দেয়ায় পিয়ংইয়ং বৈঠকে সম্মতি দিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও দুই দেশ একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কোনো ‘কমন গ্রাউন্ড’ খুঁজে পায় কিনা, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। “যুক্তরাষ্ট্রের দিক থেকে নতুন সঙ্কেত মিলেছে, এ কারণেই আমরা আলোচনার ফলাফল নিয়ে বড় ধরনের প্রত্যাশা ও আশাবাদ নিয়ে যাচ্ছি,” স্টকহোমের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বেইজিংয়ে সাংবাদিকদের বলেছেন উত্তর কোরীয় প্রতিনিধি দলের নেতা গিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ