Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণাধিকার নিয়ে আপোষ নয় : বাজওয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রশ্নে পাকিস্তান কারো সঙ্গে কোনো আপোষ করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে সামরিক বাহিনীর কমান্ডারদের সম্মেলনে সামরিক বাহিনীর প্রধান এ কথা বলেন বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। একইসঙ্গে কাশ্মীরকে পাকিস্তানের কণ্ঠনালী বলেও উল্লেখ করেন তিনি। খবর জিয়ো নিউজের। জেনারেল বাজওয়া বলেন, পাকিস্তানি সেনারা নিজেদের সম্মান, মর্যাদা এবং মাতৃভ‚মির ভৌগোলিক অখন্ডতা ধরে রাখার জন্য সম্প‚র্ণভাবে প্রস্তুত। কাশ্মীরের বীর জনতার আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রশ্নে পাকিস্তান কারো সঙ্গে কোনো আপস করবে না। বৈঠকে সেনা কমান্ডাররা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভারতীয় যে কোনো অপপ্রচারেরও দাতভাঙা জবাব দেয়া হবে বলে একমত হয়েছেন পাকিস্তান সামরিক বাহিনীর কমান্ডাররা। সাউথ এশিয়ান মনিটর জানায়, আইএসপিআর জানায়, সম্মেলনে প্রায় দুই মাস ধরে অবরুদ্ধ অবস্থায় থাকা ভারত অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতির পাশাপাশি ভ‚কৌশলগত ও জাতীয় নিরাপত্তা পরিবেশ ম‚ল্যায়ন করা হয়। এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনা কমান্ডাররা মিডিয়ার মাধ্যমে যেসব দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে কোন ভারতীয় দুঃসাহিক অভিযান বা আগ্রাসন চালানো হলে তার উপযুক্ত জবাব দিতে কমান্ডাররা তাদের মনোভাব ব্যক্ত করেন। এতে আরো বলা হয় যে, পাকিস্তান সেনাবাহিনী যেকোন ম‚ল্যে দেশের সম্মান, মর্যাদা ও ভৌগলিক অখন্ডতা রক্ষায় পুরোপুরি সুসজ্জিত, প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞ। বৈঠকে সেনা প্রধান বলেন, কাশ্মীর হলো পাকিস্তানের ঘাড়ের শিরার মতো এবং আমাদের প্রিয় কাশ্মীরী ভাইদের আত্মনিয়ন্ত্রণ অধিকার অস্বীকার করে এমন কিছুর সঙ্গে কোন রকম আপোষ করা হবে না। জিয়ো নিউজ, এসএএম।



 

Show all comments
  • Md. Abdur Razzak ৫ অক্টোবর, ২০১৯, ১০:৪৩ এএম says : 0
    Go Ahead
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ