চট্টগ্রাম ব্যুরো : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে আট প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল (বুধবার) নগরীর জিইসি মোড়, ওয়াসা ও লালখান বাজার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) জুবায়ের আহমদ। অভিযানে সহায়তা দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস ও নগর পুলিশ সদস্যরা।
বিকাশ চন্দ্র দাস জানান, ওয়াসা মোড়ে তাওয়াক্কুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকার জরিমানা করা হয়। তিনি জানান, জিইসি মোড় এলাকায় হ্যান্ডি ইন্ডিয়া নামক রেস্টুরেন্টকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রির অপরাধে মিঠাইকে ২০ হাজার, ড্রেনের পাশে খাবার তৈরি ও সংরক্ষণের জন্য ওয়েল ফুডকে ৪০ হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ক্যান্ডিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।