Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীর সঙ্ঘাতে নিজেদের হেলিকপ্টার ভূপাতিত করার কথা স্বীকার ভারতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ৫:১১ পিএম

ভারতীয় বিমান বাহিনী প্রথমবারের মতো স্বীকার করেছে যে, ফেব্রুয়ারিতে কাশ্মীরে পাকিস্তানের সাথে আকাশযুদ্ধের সময় তারা তাদের নিজেদের একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এতে হেলিকপ্টারের ছয় আরোহী নিহত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার ভাদুরিয়া শুক্রবার এই তথ্য জানিয়ে বলেন, একটি তদন্ত সম্পন্ন হয়েছে, আমরাই ভুল করে আমাদের হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি।

গত ২৭ ফেব্রুয়ারি কাশ্মীরে ভারত ও পাকিস্তানি বিমান আকাশযুদ্ধে লিপ্ত থাকার সময় ওই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই ঘটনার এক দিন আগে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোট এলাকায় তাদের ভাষায় সন্ত্রাসী ক্যাম্পে হামলা চালায়। এর আগে ১৪ ফেব্রুয়ারি জৈশ-ই-মোহাম্মদ নামের একটি সংগঠন আত্মঘাতী হামলা চালিয়ে ৪০ ভারতীয় সৈন্যকে হত্যা করে। ওই সময় ভারতীয় সামরিক বাহিনী হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার কোনো কারণ জানায়নি। তবে অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে মিডিয়ায় প্রকাশিত হয়েছিল যে সেটা নিজেদের গুলিতেই ভূপাতিত হয়েছে।

ওই দিন কয়টি বিমান ভূপাতিত হয়েছিল তা নিয়ে এখনো বিভ্রান্তি রয়ে গেছে। পাকিস্তান বলছে, তারা দুটি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করেছে। আর ভারত একটি বিমান হারানোর কথা স্বীকার করেছে। তবে ভারত দাবি করছে যে তারা একটি পাকিস্তানি এফ-১৬ বিমান গুলি করে ভূপাতিত করেছে। ভাদুরিয়া শুক্রবারও ওই দাবির পুনরাবৃত্তি করেন। কিন্তু পাকিস্তান তা অস্বীকার করেছে।

কাশ্মীর ১৯৪৭ সাল থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। উভয় দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে। আবার চীনও এই অঞ্চলের একটি অংশ তার বলে দাবি করে আসছে। গত ৫ আগস্ট ভারত তার নিয়ন্ত্রিত কাশ্মীর এলাকার স্বায়ত্তশাসন বাতিল করে দিলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। সূত্র: সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ