নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় স্ত্রী নিহত, স্বামী আহত
শনিবার (২৩ জানুয়ারী) সকালে নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আনজুয়ারা বিবি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেলের
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে বিমল মিস্ত্রি (৫৫) নামের এক দিন মজুর নিহত হয়েছে। নিহত বিমল মিস্ত্রি হোগলাপাশা গ্রামের মহেন্দ্র মিস্ত্রির ছেলে।রবিবার দুপুরে উপজেলার হোগলাপাশা গ্রামে তিনি গাছ কাটার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হোগলাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম নান্না বলেন, বিমল মিস্ত্রি তার বাড়ি থেকে কিছু দূরে গাছ কাট ছিলেন। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই বিমল মারা যায়।
মোরেলগঞ্জ থানার পরিদর্শক কেএম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।