Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুই মাদ্রিদের নিষেধাজ্ঞা স্থগিত

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড় দলবদলের ক্ষেত্রে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর করা নিষেধাজ্ঞা আপাতত স্থগিত করেছে ফিফা। কম বয়সি খেলোয়াড় দলে নেয়ার দরুন চলতি মাসেই এই দুই ক্লাবকে নিষেধাজ্ঞার এই সাজা দেয়া হয়েছিল। এই নিষেধাজ্ঞা আগামী ২০১৭ সালের জুলাই পর্যন্ত কার্যকর থাকার কথা। একই সাথে রিয়ালকে ২ লাখ ৪৬ হাজার ৭শ’ ডলার ও অ্যাটলেটিকোকে ৮ লাখ ১৬ হাজার ৮শ’ ডলার জরিমানা করা ’হয়। কিন্তু এই রায়ের বিপরিতে আপিল করে দু’দলই। এরপর এই স্থগিতাদেশ দিল ফিফা। আসছে জুলাইয়ের আগে এই স্থগিতাদেশ বাতিল হলে তারা নতুন কোন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না। তবে খেলোয়াড়দের চুক্তির আওতায় আনতে পারবে। আর্দা তুরান ও অ্যালেক্স ভিদালের ক্ষেত্রে যেমনটি করেছিল বার্সেলোনা। ২০১৪ সালের এপ্রিলে একই সাজা দেয়া হয়েছিল বার্সেলোনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই মাদ্রিদের নিষেধাজ্ঞা স্থগিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ