Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়ায় গেলেন নৌবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:৪২ এএম


সাতদিনের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। গতকাল সোমবার আইএসপিআররের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় সি-পাওয়ার কনফারন্সে-২০১৯ এ অংশগ্রহণের জন্য নৌবাহিনী প্রধান রোববার দিনগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসন এবং নৌবাহিনীর অন্যান্য র্কমর্কতারা তাকে বিদায় জানান। অস্ট্রেলিয়ায় সফরকালে নৌবাহিনী প্রধান সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি ফ্রান্সের নৌবাহিনী প্রধান, অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান, মার্কিন সপ্তম নৌবহরের প্রধান ও ভারতীয় ইর্স্টান নৌ কমান্ডের প্রধানসহ অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবনিমিয় সভা করবেন। সাতদিনের সফর শেষে আগামী ১৫ অক্টোবর নৌবাহিনী প্রধান দেশে ফিরবেন।-আইএসপিআর

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ