ভোট দিলেন রেজাউল - শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম
বুয়েট ছাত্র আবরার হত্যার বিচার দাবীতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথায় ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে হত্যার সাথে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়ে বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতাকেও হরন করা হচ্ছে। তাই সরকারের সমালোচনা করার কারনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা আরো বলেন, সরকার ভারতের সাথে বন্দর ও ফেনী নদীর পানি নিয়ে যে চুক্তি করেছে তা বাতিল করতে হবে। নইলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এসময় বক্তব্য দেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারন সম্পাদক আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন জেলা শাখার সাধারন সম্পাদক শাহ নেওয়াজ খান পাপ্পু, ছাত্রইউনিয়নের জেলা সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।