Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আশুলিয়া অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে দোকান কর্মচারীর মৃত্যু

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ২:৫৪ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় অগ্নিনির্বাপক দোকানে সিলিন্ডার মেরামতের সময় বিস্ফোরণে আনিস হোসেন নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সকাল আনুমানিক ১০ টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাজারে এইচ আর ফায়ার ফাইটিং নামে একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত আনিস হোসেন (৩০) ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। সে বগাবাড়ী বাজারে এইচ আর ফায়ার ফাইটিং নামে দোকান কর্মচারী হিসেবে কাজ করতেন।

দোকানের মালিক শরীফ হোসেন জানান, অগ্নিনির্বাপক সিলিন্ডারের স্ক্রু চাপ দিয়ে লাগাতে গিয়েই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মারাত্বক আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, অগ্নিনির্বাপক সিলিন্ডারে কাজ করার সময় বিস্ফোরণে কর্মচারী আনিস মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত আনিস দোকান মালিকের দূরসর্ম্পকের আতœীয়। তবে এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ