Inqilab Logo

ঢাকা বুধবার, ০২ ডিসেম্বর ২০২০, ১৭ অগ্রহায়ণ ১৪২৭, ১৬ রবিউস সানি ১৪৪২ হিজরী

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ৫:৫০ পিএম

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বুধবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জাসদ ছাত্রলীগ। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে সামনে প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে জাসদ-ছাত্রলীগের কলেজ শাখার নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি তসিকুল রেজা তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির, পলেটিকনিট কলেজ শাখার সভাপতি তারেক রহমান প্রমুখ। বক্তারা বলেন, ফেসবুকের একটি স্ট্যাটাসকে ঘিরে একজন মেধাবীকে হত্যার মতো নৃশংস ঘটনা আর হতে পারে না। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টন্তমূলক শাস্তি হতে হবে।
হত্যাকাণ্ডের পর বুয়েটের ভিসির কর্মকান্ড প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বক্তারা ভিসির পদত্যাগও দাবি করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ