Inqilab Logo

ঢাকা, শুক্রবার , ০৬ ডিসেম্বর ২০১৯, ২১ অগ্রহায়ণ ১৪২৬, ০৮ রবিউস সানি ১৪৪১ হিজরী

উনি আমার হৃদয়ে থাকেন: প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৯, ৮:০৫ পিএম

আগামীবছর নিজের আত্মজীবনি প্রকাশ করতে চাইছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আরও আগেই জানা গিয়েছে মিস ওয়ার্ল্ড টাইটেলের ওই বইটিতে প্রিয়াঙ্কার ১৬ বছরের সিনেমা ক্যারিয়ার সহ তার জীবনের নানান অজানা কথা থাকবে। ইতোমধ্যেই ওই বই রচনার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেই। সম্প্রতি একটি সিনেমার প্রচারণায় এসে এসব কথা জানিয়েছেন এই সাবেক বিশ্ব সুন্দরী।

এদিকে প্রায় তিনবছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমা মুক্তি পাবে আগামীকাল। সিনেমাটি মুক্তি উপলক্ষে এক প্রচারণায় হাজির হয়ে অভিনেত্রী জানিয়েছেন সময়ের অভাবেই বলিউডের সিনেমাতে তাকে দেখা যায় না। অভিনেত্রী বলেন, ‘এটা কিন্তু আমার ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয় যে হিন্দি সিনেমা করব না। সময়ের অভাবে হয়ে ওঠেনি হিন্দি সিনেমা করা। দেখুন সময় পেতেই কাজ শুরু করে দিলাম।’

তিন বছর পর ইন্ডাস্ট্রিতে ফিরলেন। আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কিনা। সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘কয়েকদিন আগে বিশাল স্যার আমার প্রশংসা করেছেন। উনি আমার হৃদয়ে থাকেন। আমরা একসঙ্গে দুটি সিনেমাতে কাজ করেছি। আশা করি ভবিষ্যতে আরও কাজ করব। তবে এখনও নতুন কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হইনি। হলে সবাইকে জানাবো।’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ