Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭, ২২ যিলহজ ১৪৪১ হিজরী

হংকংয়ে স্বাধীনতার স্লোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

হংকংয়ের হাই কোর্টের বাইরে কালো মুখোশ পরে শত শত বিক্ষোভকারী স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছেন। বুধবার এক আন্দোলনকর্মীর দন্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময় তারা ‘হংকং স্বাধীন কর, আমাদের সময়ের বিপ্লব’ স্লোগান দেয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আদালতের দেয়ালে ‘ইতিহাস আমাদের মুক্ত করবে’,আমরা যদি জ্বলি তুমিও আমাদের সঙ্গে জ্বলবে’, ‘পেছনে ফেরা নয় হংকং’ ইত্যাদি লেখা ছিল। চীন থেকে স্বাধীনতার আন্দোলনের কর্মী ২৭ বছরের এডওয়ার্ড লিআংসহ দুজনকে ২০১৬ সালে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাকে ছয় বছরের কারাদন্ড দেওয়া হয়। আপিল আবেদনে লিআংয়ের আইনজীবীরা বলেছেন, তাকে দেওয়া সাজার পরিমাণ অনেক বেশি। সহিংস আন্দোলনে জড়িত অন্যান্যদের এরচেয়ে কম সাজা দেওয়া হয়েছে। এদিকে, রোববার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুই শতাধিক দোকান ও জনসেবা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক মাস ধরে চলা বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে শতাধিক রেস্তোঁরা। এতে বেকার হয়ে পড়েছে দুই হাজার কর্মী। রয়টার্স। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন