Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কলেজ সচলের উদ্যোগও ব্যর্থ

বুধবারও বন্ধ ছিল কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের গণপরিবহন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

ভারত শাসিত কাশ্মীরে বিধিনিষেধ আরোপের ৬৬তম দিনে বুধবার সেখানে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্যে স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে এই উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। তবে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, শিক্ষার্থীদের অনুপস্থিতিতে সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে। এর আগে সেখানকার স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও কোনও শিক্ষার্থী উপস্থিত হয়নি। ২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল পাস হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মীরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা।গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। জারি করা হয় বিধিনিষেধ। বন্ধ রাখা হয় সেখানকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ শত শত শিক্ষাপ্রতিষ্ঠান। গত সপ্তাহে কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বসির খান ৩ অক্টোবর থেকে স্কুল ও ৯ অক্টোবর থেকে সেখানকার কলেজ খোলার ঘোষণা দেন। তবে স্কুলে শিক্ষার্থীদের অনুপস্থিতির পর বুধবার কলেজের কর্মচারিরা হাজির হলেও শিক্ষার্থীরা ছিলো অনুপস্থিত। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, নিরাপত্তা শঙ্কায় অভিভাবকেরা সন্তানদের স্কুল-কলেজে ফেরানোর সাহস দেখাতে পারছেন না। বুধবারও বন্ধ ছিলো কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের গণপরিবহন। তবে ব্যক্তিগত গাড়ি বের হলে বাণিজ্যিক এলাকা লাল চক ও আশেপাশের এলাকায় কিছুটা ট্রাফিক জ্যাম দেখা গেছে। ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে সেখানকার দোকান মালিকেরা ভোর থেকে সকাল এগারোটা পর্যন্ত দোকান খোলা রাখলেও এরপর তা বন্ধ করে দেয়। কাশ্মীরের বেশিরভাগ ল্যান্ডলাইন ফোনগুলো চালু করে দেওয়া হলেও সেখানকার বেশিরভাগ এলাকাতেই বন্ধ রয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ