Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ৩:৫২ পিএম

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। প্রতিবছরের মতো এবছরও নোবেল পুরস্কারের এই ক্যাটাগরি নিয়েই সবার আগ্রহ ছিলো। শুক্রবার বাংলাদেশ সময় বিকালে ৩টায় নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে নরওয়ের কমিটি।
নোবেল শান্তি পুরস্কারের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, এ বছর নোবেল পুরস্কারের জন্য ৩০১টি মনোনয়ন জমা পড়েছে। যার মধ্যে ২২৩ জন ব্যক্তি এবং বাকি ৭৮টি প্রতিষ্ঠান। তবে গত ৫০ বছর ধরে বিজয়ীর নাম ঘোষণা করার আগে মনোনীতদের তালিকা প্রকাশ করে না নোবেল প্রদানকারী কর্তৃপক্ষ
সম্ভাব্য বিজয়ী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। তবে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সুইডিশ বংশোদ্ভূত দুনিয়া কাঁপানো জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গের নাম। এছাড়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন, ব্রাজিলের আদিবাসী নেতা ও পরিবেশ আন্দোলনকর্মী রাওনি মেতুকতিরের নামও শোনা যায়।
এর আগে নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা ও বারাক ওবামার মতো ব্যক্তিত্বরা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১১ অক্টোবর, ২০১৯, ১০:২৪ পিএম says : 0
    পার্বত্য চট্টগ্রামের রক্তাক্ত জনপদের শান্তি হাজার হাজার মানুষের জীবন বাচানোর জন্য। দেশের বিরাট অংশ শান্তি স্হিথিশিলতার জন্য শান্তিতে মাননীয় প্রধান মন্ত্রী নোবেল পুরুষ্কার পাওয়ার দাবী করতে পারেন বাংলাদেশ। ক্ষত বিক্ষত রক্তাক্ত দিশাহারা রোহিঙ্গাদের লক্ষ লক্ষ মানুষের জীবনে বাচানোর মত বিশাল মানবতার কাজ করেছেন মাননীয় প্রধান মন্ত্রী। বাংলাদেশের প্রধান মন্ত্রী নোবেল পুরুষ্কার পাওয়ার দাবী করতে পারেন। আমরা বাংলাদেশ বলেই কি নোবেল পাচ্ছি না। নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। নাকি অন্য কিছু...। মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কখনো চাইবেন না আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট। কিন্তুু কমিটির বিজ্ঞ বিচারক গন নোবেল প্রাইজ নিদ্ধারন করেন। তাদের নিকট মাননীয় প্রধান মন্ত্রীর শান্তি আর মানবতার ইতিহাস কি জানা নেই? নাকি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের কারণয়ুক্ত? শান্তিতে নোবেল অবশ্যই পাওয়ার শতভাগ উপযুক্ত মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। শান্তিতে নোবেল পাওয়া ইথিওপিয়ার প্রধান মন্ত্রী ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ