Inqilab Logo

ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২০, ১৭ আশ্বিন ১৪২৭, ১৪ সফর ১৪৪২ হিজরী
শিরোনাম

১০ বছর পর তিমির নন্দীর অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

বিশিষ্ট সঙ্গীতশিল্পী তিমির নন্দী সংগীত জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন। বর্ণাঢ্য এই জীবনের সুবর্ণজয়ন্তীতে প্রকাশ হয়েছে তার নতুন অ্যালবাম ‘মেঘলা দুচোখ’। গত ১১ অক্টোবর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিমির নন্দী বলেন, দীর্ঘ ১০ বছর পর অ্যালবাম প্রকাশ করছি। এখানে মোট ১৪টি গান থাকছে। আধুনিক গানে সাজানো এটি। সব সুর আমারই করা। গানগুলো লিখেছেন আয়েত হোসেন উজ্জ্বল, খোকন সিরাজুল ইসলাম, মো. রফিকুল হাসান, জাহিদ খান, হারুন মো. আফজাল, সৈকত বিশ্বাস, এস এম আব্দুর রহিম, ইমতিয়াজ ইকরাম, হামিদুল্লাহ দুলাল ও আলী আসকার নুটু। গানগুলোর শিরোনাম হলো- দুটি পাখি মিলে বাঁধে, ভালোবেসে সবাই যদি, আমার মেঘলা দুচোখ, সিঁদুরে মানায় ভালো, যখন ডেকেছি কাছে, জীবনের বাঁকে যদি প্রভৃতি। অ্যালবামটি প্রকাশ করছে জি সিরিজ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন