Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

যশোরের তিন ইউনিয়নের মানুষ সন্ত্রাসী রুনু বাহিনীর হাতে জিম্মি

সংবাদ সম্মেলনে ইউপির প্যানেল চেয়ারম্যানের অভিযোগ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

যশোর সদরের চুড়ামনকাটি, কাশিমপুর ও হৈবতপুর ইউনিয়নের মানুষ সন্ত্রাসী মেহেদী হাসান রুনু’র হাতে জিম্মি হয়েছে পড়েছে। এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মেয়েদের উত্যক্ত করাসহ সে মাদক ব্যবসা করছে। প্রতিবাদ করলেই সন্ত্রাসী রুনু তার বাহিনীর লোকজন হামলে পড়ে প্রতিবাদকারীর উপর। এ থেকে পরিত্রাণ পেতে চাই স্থানীয় মানুষ। প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন চুড়ামনকাটি ইউনিয়নের বাসিন্দাদের পক্ষে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন শান্তি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মেহেদী হাসান রুনু দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মস্তানি, ছিনতাই, স্কুল পড়–য়া মেয়েদের উত্যক্ত, মাদক ব্যবসা করছে। সে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার জন্য রুনু চুড়ামনকাটি ছাড়াও পাশ^বর্তী কাশিমপুর ও হৈবতপুর ইউনিয়নে বিশাল সন্ত্রাসী বাহিনী গঠন করেছে। তাঁর সন্ত্রাসী বাহিনীতে রয়েছে একাধিক মামলার আসামি ঝাউদিয়ার গোলাম মোস্তফা, মেহের আলী, নাসিম, বাদিয়াটোলার ইলিয়াস, শাওন, বাগডাঙ্গার পলাশ, আল আমিন, দোগাছিয়ার রবিউল ডাকাত, সেলিম, নওদাগ্রামের শাওনসহ আরও অনেকে। সন্ত্রাসী বাহিনী প্রধান রুনুর নামে যশোর কোতয়ালী থানায় ৯ টি মামলা রয়েছে। সর্বশেষ মামলা হয় গত মাসে।

বাদিয়াটোলা গ্রামের এক মেয়েকে অপহরণ করতে ব্যর্থ হয়েছে তার চাচা ও পিতাকে কুপিয়ে জখম করে সে। এর আগে রুনু যশোর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামকে গুলি করে হত্যা করার চেস্টা, ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট, ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল হককে ছুরিকাঘাতে হত্যার চেস্টা, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক সদস্য শুকুর আলীর উপর হামলা, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার উপর হামলা চালায়। প্রভাবশালী মহলের আর্শীবাদ থাকায় সন্ত্রাসী রুনু এখনও প্রকাশ্যে ঘুরছে, কিন্তু পুলিশ তাকে আটক করছে না।

এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর তরিকুল ইসলাম মিলন, ৮ ওয়ার্ডের মেম্বর আব্দুস সবুর, সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগম, শাহানা পারভীন, চুড়ামনকাটি ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ