Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউএনও-শিক্ষা কর্মকর্তার নামে প্রতারণা

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম


কিশোরগঞ্জের হোসেনপুরে ইউএনও এবং শিক্ষা কর্মকর্তার নাম করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হারেঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা রৌশন সিদ্দিকা এই মামলাটি করেছেন। মামলার বাদী জানান, গত শনিবার সকাল ৮টার সময় অপরিচিত ০১৯৭১-৪১১৬২৭ নাম্বার থেকে প্রধান শিক্ষিকার মুঠোফোনে একটি কল আসে। প্রধান শিক্ষিকা পরিচয় জানতে চাইলে, ওই ব্যক্তি ধমক দিয়ে বলেন, আপনি প্রতিষ্ঠানের প্রধান হয়েও ইউএনওকে চিনেন না। এ কথা বলার কিছুক্ষণ পরেই হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ০১৭-১৮৭২৮৩৬০ নাম্বার থেকে একটি মিস কল দিয়ে আবার প্রধান শিক্ষিকাকে নাম্বারে ফোন দিয়ে বলেন, আপনার প্রতিষ্ঠানের নামে একটি ল্যাপটপ বরাদ্দ হয়েছে। আমার সামনে আপনার স্যার বসে আছেন। এটি নিতে হলে এর জন্য নির্ধারিত কিছু খরচ দিতে হবে বলে ০১৮৭২-৬২৪৬৩৮ নাম্বারে আট হাজার টাকা বিকাশের করে পাঠাতে বলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতারণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ