Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাংহাই মাস্টার্সের শিরোপা মেদভেদেভের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

 সাংহাই মাস্টার্সের ফাইনালে আলেক্সান্ডার জিভরেভকে হারিয়ে শিরোপা জিতেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ। বিশ্ব র‌্যাংকিংয়ের চতুর্থ নম্বর মেদভেদেভ ৭৩ মিনিটে জিভরেভকে হারান ৬-৪, ৬-১ গেমে। ৫ বারের প্রচেষ্টায় এবারই প্রথম জয় পেলেন এই প্রতিপক্ষের বিপক্ষে।
বছর দুর্দান্ত কাটছে ২৩ বছর বয়সী দানিল মেদভেদেভের। যে কোনো প্রতিপক্ষের চেয়ে এবার সবচেয়ে বেশি ফাইনালে খেলেছেন। শেষ ৬ টুর্নামেন্টেই ফাইনাল উঠেছেন। তার মধ্যে জিতেছেন তিনটিতে। এবছরে জিতলেন চতুর্থ শিরোপা।
আগস্টে সিনসিনাটি জেতার পর টানা দ্বিতীয় এটিপি মাস্টার্স শিরোপা ঘরে তুললেন। শিরোপা জেতার পর সব কিছু অন্যরকম লাগছে তার, ‘সত্যি কথায় বলতে অসাধারণ। ট্যুরে সবচেয়ে বেশি সম্মানজনক শিরোপা এটি। নিজেকে বলেছি সব সময় উপভোগ করতে। শান্ত থেকেছি আর নিজের কাজটা ঠিকমতো করার চেষ্টা করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ