Inqilab Logo

ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, ০৬ আশ্বিন ১৪২৭, ০৩ সফর ১৪৪২ হিজরী

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ২:২৮ পিএম

মীরসরাইয়ে সড়ক দুর্ঘনায় আবুল হোসনে (৫৫) নামরে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়করে ছোট কমলদহ বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি গাড়ি চাপা দেয়ে তাঁকে। এতে ঘটনাস্থলইে মারা যান তিনি।
নিহত আবুল হোসনে মীরসরাইয়রে মাজদো হক উচ্চ বিদ্যালয়রে র্ধমীয় বিষয়রে শিক্ষিক ছিলেন বলে জানান যায়। তিনি উপজলোর ওয়াহদেপুর ইউনয়িনরে মাইজগাঁও এলাকার মৃত রফিজ্জিামানরে ছেলে।
আবুল হোসনেরে প্রতিবেশী শাহ আলম জানান, সকালে তিনি গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছলিনে তিনি। রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভটে কার তাঁকে চাপা দয়ে। স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলশি ফাঁড়রি দায়ত্বিপ্রাপ্ত র্কমর্কতা উপপরির্দশক সোহলে হায়দায় বলনে, সড়ক র্দুঘটনায় শক্ষিকরে মৃত্যুর বিষয়টি জেনেছেন তিনি। এই বিষয়ে খোঁজখবর নিচ্ছনে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ