Inqilab Logo

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কালচারাল এক্সপো ২০১৯ : বাংলাদেশের উন্নয়নের গল্প শুনল বিশ্ব

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ৯:৫০ এএম

গত ৯ ও ১০ অক্টোবর ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক বাণিজ্যমেলা ’ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কালচারাল এক্সপো ২০১৯’। ’কানেক্ট ইউর বিজনেস টু দ্যা ওয়ার্ল্ড’ এই স্লোগানে অনুষ্ঠিত এই বাণিজ্যমেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ৬০ জনেরও বেশি নেতা, ১০টিরও বেশি সেমিনারে শতাধিক প্রফেশনাল ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং নিজ নিজ দেশের পণ্য বিশ^ দরবারে তুলে ধরেন। খবর বাপসনিঊজ । বাণিজ্যমেলায় কোষ্টারিকার প্রাক্তন প্রেসিডেন্ট লুইস গুলিমেরো সলিস রিভেরা, ইকুয়াডোরের প্রাক্তন প্রেসিডেন্ট জামিল মাহুয়াদ, উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট লুইস আলবের্তো লাকালি, ট্রিনিদাদা টোবাকোর প্রাক্তন প্রধানমন্ত্রী বাসডিও পানডে, কলম্বিয়ার এন্টিকোয়ার গভর্নর লুইজ পেরেজ গুতিরেজ, ইতালি সিনেটের প্রাক্তন প্রেসিডেন্ট মারিও বাসিনি, ফেইসবুক হেড অব দ্যা রিসেলার ক্রিসচিয়ান পেরেট, উবার পাবলিক অ্যাফেয়ার্স জাভি করিয়েসো সহ অনেক বিশ^ নেতা অংশগ্রহন করেন। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কালচারাল এক্সপো ২০১৯ এ বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন আমেরিকা বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট আতিকুর রহমান। বাণিজ্যমেলায় অংশগ্রহন করেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার শাহাবউদ্দীন পাটোয়ারী, কমার্স কাউন্সিলর সেলিম রেজা, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান ডিউক খান, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুন, ফোবানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, নিউজার্সীর ব্যবসায়ী গোলাম ফারুক ভুঁইয়া, এনামুল হক এনাম, সাইবার সিকিউরিটি ফার্ম সিসিক্ট’র সিইও শিব্বীর আহমেদ সহ বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধি দল। এছাড়াও বাংলাদেশের প্রায় ১৫টি কোম্পানী মেলায় অংশগ্রহন করে। দুদিনব্যাপী আয়োজিত এই বাণিজ্য মেলায় দিনভর বাংলাদেশর ষ্টলগুলোতে ছিল লোকেলোবারন্য। বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহে দিনভর মেলায় আগত অতিথি ও ব্যবসায়ীরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা যায়। বাংলাদেশের শিক্ষা, আইটি, স্বাস্থ্য, এনার্জি, ট্যুারিজম, অ্যাভিয়েশন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়। মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠানের মুলমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইকোনমিক মিনিষ্টার শাহাবউদ্দীন পাটোয়ারী। অত্যন্ত সাবলীল ভাষায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেয়া বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড সম্পর্কে বিশ্ববাসীকে অভিহিত করেন এবং বাংলাদেশের উন্নয়নের গল্প বর্ণনা করেন। তিনি বিশ্ববাসীকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধার কথা বর্ণনা করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। একইদিন বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আমেরিকা বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট আতিকুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন ইকোনমিক মিনিষ্টার শাহাবউদ্দীন পাটোয়ারী, ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিষ্টিটিউটের এক্সিকিউটিভ ডাইরেক্টর ইকবাল ইউসুফ, আর্জেন্টিনা বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের আলীম আল রাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেমিনারে আতিকুর রহমান ব্রাওয়ার্ড কাউন্টি ডিষ্ট্রিক-৯ এর ভাইস মেয়র ডেল হলনেস সহ অন্যান্য নেতৃবৃন্দকে বাংলাদেশের পেইন্টিং সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাস জীবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ