Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ২:১৬ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এতে ডাক্তার অনুপস্থিত ও খাদ্য সরবরাহে দুর্নীতিসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ময়মনসিংহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রাম প্রসাদ মন্ডলের নেতৃত্বে মঙ্গলবার ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২জন ডাক্তারকে অনুমোদিত ছুটি ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত পায় দুদক টিম।

এছাড়া কমপ্লেক্সের বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট মেশিন যাচাই করে তারা জানতে পান অনেক ডাক্তার নির্ধারিত সময়ের পরে আসেন এবং সময় শেষ হওয়ার অনেক আগেই প্রস্থান করেন।

অভিযানকালে ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহের ব্যাপক অনিয়মের প্রাথমিক প্রমাণ পায় দুদক টিম। দুদক টিমের অভিযানের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপম ভট্টাচার্য্য এ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে দাপ্তরিক সময়সূচি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে আগমন ও প্রস্থানের সময় বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করার জন্য অফিসিয়ালি আদেশ জারি করেন।

ময়মনসিংহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ