পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্রিজ ভেঙ্গে পানিতে ডুবে মাদ্রাসা সুপার নিহত

পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীর উপর ব্রিজ ভেঙে পানিতে ডুবে আইয়ুব আলী নামের
ময়মনসিংহের ফুলপুরে আলোচিত পৌর যুবলীগের আহ্বায়ক ও ফুলপুর পৌরসভার কাউন্সিলর মোঃ সাদেকুর রহমান সাদেক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আনিছুর রহমান স্বপনকে গ্রেফতার করেছে র্যাব -১৪। আসামি আনিছুর রহমান স্বপন ফুলপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফুলপুর পৌরসভার একজন কর্মকর্তা।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৯ মে ফুলপুর পৌর শহর থেকে রিকশাযোগে চরপাড়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন কাউন্সিলর মোঃ সাদেকুর রহমান সাদেক । পথিমধ্যে রাত সাড়ে ৭টার দিকে চরপাড়া খাদ্য গুদাম সংলগ্ন মহাসড়কের পাশে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সাদেকের মা হাসিনা খাতুন বাদী হয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপনসহ ২১ জনের নামে মামলা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।