Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেছারাবাদে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ৪:৩৩ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ওই বন্দরের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ওই বন্দরের সাতক্ষীরা ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার টাকা ,তুবা এন্টারপ্রাইজকে ৩ হাজার ও ছালেহিয়া ষ্টেশনারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা সেনিটারি ইন্সপেক্টর সহ নেছারাবাদ থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিরোজপুর

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ