Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘লাল কাপ্তান’ মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

আগামীকাল ‘লাল কাপ্তান’ ফিল্মটি মুক্তি পাচ্ছে। একই দিন ‘গোস্ট’, ‘পি সে পেয়ার এফ সে ফারার’, ‘জাংশন বারানসি’, ‘লাভ শট্স’, ‘জ্যাকলিন আই অ্যাম কামিং’, ‘অর্জুন সিং আইপিএস’, ‘কিরকেট’, ‘লাইফ মেঁ টাইম নেহি হ্যায় কিসি কো’ এবং ‘#ইয়ারাম’ নামে আরও নয়টি ফিল্ম। বলাই বাহুল্য এর সবগুলো শেষ পর্যন্ত মুক্তি নাও পেতে পারে। এরোস ইন্টারন্যাশনাল এবং কালার ইয়েলো প্রডাকশন্সের ব্যানারে অ্যাকশন ড্রামা ‘লাল কাপ্তান’ মুক্তি পাচ্ছে। আনন্দ এল. রাই, সুনীল এ.লুল্লা ফিল্মটি প্রযোজনা করেছেন। নবদীপ সিংয়ের পরিচালনায় অভিনয় করেছেন সাইফ আলি খান, মানব বিজ, জোয়া হুসেন, দীপক দোব্রিয়াল, সিমোন সিং এবং অতিই ভূমিকায় সোনাক্ষি সিনহা। সঙ্গীত পরিচালনা করেছেন সামিরা কপিকার। পেন মরুধর সিনে এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘গোস্ট’ মুক্তি পাচ্ছে। হরর ফিল্মটি প্রযোজনা করেছেন বাসু ভাগনানি। বিক্রম ভাটের পরিচালনায় অভিনয় করেছেন সানায়া ইরানি, শিবম ভার্গব এবং গ্যারি হেরন। সঙ্গীত পরিচালনা নায়িম, সঞ্জীব, অর্ক মুখার্জী, সোনাল প্রধান এবং বিনয় রাম তিওয়ারি। মনোজ শর্মার পরিচালনায় কমেডি ‘পি সে পেয়ার এফ সে ফারার’-এ অভিনয় করেছেন মনীশ রান্দার, শ্যামসুন্দর মালানি এবং রাজেশ রান্দার। ধীরাজ প-িতের পরিচালনায় ড্রামা ফিল্ম ‘জাংশন বারানসি’তে অভিনয় করেছেন দেব শর্মা, অঞ্জলি আবরল এবং ধীরাজ প-িত। ওয়াইস খানের পরিচালনায় ‘#ইয়ারাম’-এ অভিনয় করেছেন প্রতীক বাব্বর, ঈশিতা রাজ শর্মা, এবং সিদ্ধান্ত কাপুর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ