Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুর্দিদের অস্ত্র গোলাবারুদ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

কুর্দিদের হাজার হাজার ট্রাক অস্ত্র-গোলাবারুদ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করেছে তুরস্ক। দেশটির সন্ত্রাস ও নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আগার এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন। এতে বলা হয়, আইএসের বিরুদ্ধে যুদ্ধের ভান করে যুক্তরাষ্ট্র উত্তর সিরিয়ায় কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সন্ত্রাসীদের হাতে হাজার হাজার ট্রাক অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করে চলেছে। তুরস্কের সীমান্ত এলাকা নিরাপদ ও কুর্দি সন্ত্রাসীদের দমন করতে দেশটির পক্ষ থেকে এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তর সিরিয়ায় অপারেশন পিস স্পিং নামে অভিযান চলছে। যুদ্ধ-বিধ্বস্ত দেশটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর তুর্কি আমর্ড ফোর্সেস (টিএএফ) ও সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ) অতি স্বল্প সময়ে উত্তর সিরিয়ায় কৌশলগত অঞ্চল দখলে নিয়েছে। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের। প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর কুর্দিশ ওয়াইপিজি যোদ্ধাদের সশস্ত্র করার বিষয়ে মার্কিন প্রশাসন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে। নিরাপদ অঞ্চল তৈরি সম্পর্কে ইয়েনি শাফাককে দেয়া এক সাক্ষাৎকারে সন্ত্রাস ও নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আগার প্রশ্ন রেখে বলেন, পিকেকে/ওয়াইপিজে সন্ত্রাসীদের সরবরাহ করা মার্কিন ভারী অস্ত্রগুলো কোথায়? আগার বলেন, আপনি যখন শহরগুলো বা শহরের কেন্দ্রগুলো পরিষ্কার করেন, এর অর্থ এই নয় যে ভূগর্ভস্থ নেটওয়ার্কগুলোতে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি উল্লেখ করেন, গত সাত দিনে ২০০ কিলোমিটার টানেল আবিষ্কার করা হয়েছে, যেগুলো ৬০টি পয়েন্টে সংযুক্ত রয়েছে। সব টানেল এখনো উন্মোচন করা হয়নি। আইএসের বিরুদ্ধে যুদ্ধের ভান করে যুক্তরাষ্ট্র উত্তর সিরিয়ায় কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সন্ত্রাসীদের হাতে হাজার হাজার ট্রাক অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করে চলেছে। অস্ত্রগুলো সম্ভবত টানেল দিয়ে সরানো হয়েছে উল্লেখ করে আগার বলেন, ভারী নির্মাণ সরঞ্জাম যাতায়াতের জন্য টানেলগুলো যথেষ্ট প্রশস্ত। ইয়েনি শাফাক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ