Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফ্রান্সে ইউরো কাপ শুরুর ৬ দিনে গ্রেফতার ৩২৩

ইউরো নিরাপত্তা

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সে ইউরো কাপ শুরু হওয়ার পর থেকে গত ৬ দিনে ৩২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ইউরোপের জাতিগুলোর অংশগ্রহণে চলমান ফুটবলের অন্যতম শীর্ষ এ প্রতিযোগিতার নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ১০ জুন থেকে ইউরো কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। বিবৃতিতে বলা হয়, ইউরোর নিরাপত্তা পরিস্থিতি নির্বিঘœ রাখতে এখন পর্যন্ত ৩২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৯৬ জনকে রাখা হয়েছে নিরাপত্তা হেফাজতে, আট জনকে দেয়া হয়েছে কারাদ-, আর তিন জনকে দেয়া হয়েছে সাসপেন্ডেড সেনটেন্স যা কিনা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পুলিশি নজরদারিতে থাকবে, এই সময়ে কোনো অপরাধে জড়াবে না, জড়ালে কারাগারে যেতে হবে। বিবৃতিতে এর বেশি কিছু বলেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইউরো শুরুর আগে ফ্রান্সকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরসহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তাদের তরফ থেকে বলা হয়, গত বছর প্যারিসে বর্বরোচিত হামলার পর এবার ইউরোকেন্দ্রিক আরও বড় কোনো ধ্বংসযজ্ঞ চালাতে পারে জঙ্গিরা। এই সতর্কতাকে আমলে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইউরো আয়োজক ফ্রান্স। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্সে ইউরো কাপ শুরুর ৬ দিনে গ্রেফতার ৩২৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ