Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিল্পী সমিতির নির্বাচনে মাস্টার সামুরাইখ্যাত খালিদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

১৯৮৭ সালে ওস্তাদ জাহাঙ্গীর আলমের শিষ্য খালিদের চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘মাস্টার সামুরাই’ সিনেমার মাধ্যমে। সিনেমাটির নির্মাতা ছিলেন আল মাসুদ। ঢাকার সিনেমায় তখন মার্শাল আর্টের সোনালী যুগ চলছে। ফলে তিনি মাস্টার সামুরাই হিরো হিসেবে পরিচিতি পান। কলেজ পড়–য়া ব্ল্যাক বেল্ট হোল্ডার খালিদ প্রথম সিনেমায় দর্শকপ্রিয়তা লাভ করেন। এরপর একে একে করেন ছটকু আহমেদের ‘চেতনা’, ‘মরন লড়াই’, ‘জুলুমবাজ’, ‘আতঙ্কিত শত্রু’ ইত্যাদি দর্শকপ্রিয় সিনেমায়। তার অভিনীত সবগুলো সিনেমাই ব্যবসায়িকভাবে সফল ছিল। তারপর দীর্ঘ সময় চলচ্চিত্রে তাকে আর দেখা যায়নি। ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে আবারও তিনি সিনেমায় আসছেন। এবার প্রযোজক হয়ে। এ লক্ষ্যে এবারের শিল্পী সমিতির নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন। খালিদ বলেন, যেহেতু নতুন সিনেমা প্রযোজনা করব তাই অনেকেই পরামর্শ দিয়েছেন সম্পর্কটা নতুন করে ঝালাই করে নিতে। তাদের পরামর্শেই প্রার্থী হওয়া। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে জয় পরাজয় যাই হোক না কেন, এই যে এতদিন পরও আমাকে কেউ ভোলেনি এটাই বা কম কিসে? উল্লেখ্য, খালিদ বর্তমানে নির্মিানাধীন আনোয়ার সিরাজীর ‘ভাবীর আদর’ এবং বাবুল রেজার ‘ডাইরেক্ট মার্ডার’ সিনেমায় কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ