Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে ঝিনাইদহে ৩ নারী নিহত

চালকের পরিবর্তে হেলপার চালাচ্ছিলেন ট্রাক

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:৪৯ পিএম | আপডেট : ৪:২৪ পিএম, ১৯ অক্টোবর, ২০১৯

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে শনিবার দুপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৩ নারী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ৭ যাত্রী। আহতরা হলেন, ঝিনাইদহ শহরের ব্যাপাড়ী পাড়ার রাজু আহম্মেদ, রিহান উদ্দিন, সাব্বির হোসেন, লাউদিয়া এলাকার রাজা মন্ডল, গড়িয়ালা গ্রামের আব্দুর রহিম, মনছুর আলী কাঞ্চননগর এলাকার আবির হোসেন। পুলিশ সুত্রে জানা গেছে, কালীগঞ্জগামী যাত্রীবাহি একটি মাহেন্দ্রকে পেছন দিক থেকে বালি বোঝাই ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রাকটি হেলপার সাগর হোসেন চালাচ্ছিলেন। নিহত একজনের পরিচয় মিলেছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আলাউদ্দীনের স্ত্রী পলি খাতুন (৫০)। অন্য দুই মহিলার পরিচয় মেলেনি। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, ঝিনাইদহ থেকে যাত্রীবাহি মাহিন্দ্র কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাহিন্দ্রটি লাউদিয়া নমক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে মহেন্দ্র্র যাত্রী পলি খাতুন নিহত হন। এরপর হাসপাতালে নিয়ে আসার পর আরো অজ্ঞাত দুই নারীর মৃত্যু ঘটে। দুঘর্টনায় মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। ঝিনাইদহ সদর থানার ওসি মঈনুদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও ট্রাকের আসল চালক পালিয়ে গেছে। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালকের আসনে থাকা হেলপার সাগর হোসেনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ