Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৯, ০৬ অগ্রহায়ণ ১৪২৬, ২৩ রবিউল আউয়াল ১৪৪১ হিজরী

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ৮:০৮ পিএম

লিভারের সমস্যার কারণে সোমবার দিনগত রাত ২টায় হঠাৎ করেই হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে। তার লিভারে পুরনো সমস্যা রয়েছে। হাসপাতালে চারদিন চিকিৎসা শেষে শুক্রবার তিনি বাড়ি ফিরেছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টায় এই মেগাস্টারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাবাকে নিয়ে ছেলে অভিষেক বচ্চন বাড়িতে ফেরেন। সঙ্গে ছিলেন তার মা জয়া বচ্চন।

হাসপাতালে কয়েক ধাপে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় অমিতাভ বচ্চনের। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। তবে অমিতাভকে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

বর্তমানে জনপ্রিয় টিভি শো ‘কৌন বনেগা ক্রোরপতি’র উপস্থাপনা করছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি ‘সাই রা নরসিংহ রেড্ডি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার আগামী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ ২০২০ সালে মুক্তি পাবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ