Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সখিপুরে ভারতীয় নাগরিক আটক

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ৭:১৮ পিএম

টাঙ্গাইলের সখিপুরে রাজেশ কুমার(২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে সখিপুর থাান পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার কালমেঘা নাগেরচালা এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলার কুরানা থানার বরুয়া গ্রামপঞ্চায়েতের বুদ্ধ প্রসাদের ছেলে। পাসপোর্ট দেখাতে না পারায় তার বিরুদ্ধে সখিপুর থানায় অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়,রাজেশ কুমার নামের ওই যুবক এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করায় এলাকার লোকজন তাকে আটক করে থানায় খবর দিলে থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তবে সে কিভাবে কার সঙ্গে নাগেরচালা এসেছে তা জানা যায়নি। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.আমির হোসেন বলেন,পাসপোর্ট দেখাতে ব্যর্ত হওয়ায় অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং রবিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ