Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভোলায় মুসলিম ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ বন্ধ ঘোষনা

,এলাকায় থমথমে বিরাজ করছে,সকল সভা সমাবেশ বন্ধ ঘোষনা

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ১১:৩৮ এএম

গতকালের ভোলার বোরহানউদ্দিন এর ঘটনাকে কেন্দ্র করে আজও ভোলায় থমথমে অবস্থা বিরাজ করছে।নিরাপত্তার কারন দেখিয়ে ভোলা জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান বাস মালিক সমিতির সভাপতি আকতার হোসেন। এদিকে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ডাকা আজ ( সোমবার) ২১/১০/১৯ ইং সকাল ১১ টায় ভোলা সরকারি স্কুল মাঠে বিক্ষোভ মিছিলের কথা থাকলেও কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ও এলাকার শান্তি রক্ষার্থে এই কর্মসূচী বন্ধ রেখে প্রেসক্লাবের সংবাদ সম্মেলনের কথা বলেছেন মিলিস ঐক্য পরিষদের মাওঃ তাজ উদ্দিন ফারুকী। অন্যদিকে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকি আজ সকালে সাংবাদিকদের বলেন ভোলা শান্তিপূর্ন অবস্থা বিরাজ করছে। এলাকায় যাতে কোন অপৃতিকর ঘটনা না ঘটে তার জন্য সকল সভা সমাবেশ বন্ধ ঘোষনা করা হয়েছে।বর্তমানে ভোলা বোরহাউদ্দিনে ৪ প্লাটুন বিজিবি,র‍্যাব,পূলিশ, কোস্টগার্ড মোতায়েন রয়েছে আরো ৪ প্লাটুন বিজিবি আসতেছে। এদিকে সকাল থেকেই বিজিবি, র‍্যাব,পূলিশ এলাকায় টহল দিতে দেখা গেছে। দোকান পাট অনেকাংশে বন্ধ রয়েছে। মুসলিম এক্য পরিষদ সকাল ১০ টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও এখনো কাউকে দেখা যাচ্ছেনা।তবে সদস্য মাওলানা তরিকুল ইসলাম জানান আমরা আজকে কর্মসুচী শান্তিপূর্ন ভাবে করতে চেয়ে ছিলাম কিন্তু প্রশাসন আমাদের অনুমতি না দেয়া দুঃখজনক। তবে আজ সরকারি স্কুল মাঠে ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল সেখানে এক্য পরিষদের কোন লোকজন না দেখা গেলেও ফাকা মাঠে পুলিশ, র‍্যাব, ডিবির উপস্থিতি দেখা গেছে অনেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ