কলাপাড়ায় পাঁচশ কেজি জাটকা ইলিশ জব্দ
jatka-atok-15.12.2019.jpg&h=169&w=169&zc=3)
পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে পাঁচ’শ কেজি জাটকা ইলিশ আটক করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাত দশটার
সুবর্ণচর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা চাপায় আবু তাহের (৪০) এক পথচারী নিহত হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু তাহেরের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় রব্বানিয়া মাদরাসার সামনে রাস্তার পার হচ্ছিলেন আবু তাহের। এসময় একটি দ্রুত গতির সিএনজি অটোরিকশা তাকে পিছন থেকে ধাক্কা দিলে সড়কে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয় তাহের। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।