Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলা দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ১১:২১ এএম

আগামী নভেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবেন টাইগাররা। ৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সফর। আর ২২-২৬ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে টেস্ট দিয়ে শেষ হবে। এ টেস্টের প্রথম দিনে মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিগগির ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) হাল ধরছেন সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়েছেন, ইডেন গার্ডেনে ঐতিহাসিক টেস্টের প্রথম দিন মাঠে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক হিসেবে থাকার সম্ভাবনা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও।

২০০০ সালে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ, প্রতিপক্ষ ছিল ভারত। ঐতিহাসিক সেই টেস্টে স্বাগতিকদের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। আর সফরকারীদের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী।

দাদা বলেন, সেই টেস্টে অংশ নেয়া দুদলের সদস্যদের ওই দিন সংবর্ধনা দেয়া হবে। প্রথম দিনের খেলার শেষে হবে এ অনুষ্ঠান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরর থেকে সম্মতি পেয়েছি। ২১ নভেম্বর রাতে উনি কলকাতায় আসবেন। কোনো কারণে ভিভিআইপিরা সকালে উপস্থিত হতে না পারলে বিকালে সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন।

এখন পর্যন্ত ইডেন গার্ডেনে ক্রিকেটের অভিজাত সংস্করণের কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। সঙ্গত কারণে ভারতের বিপক্ষে তাদের জন্য ম্যাচটি হতে যাচ্ছে ঐতিহাসিক। নিশ্চয় মুহূর্তটা আরও রাঙিয়ে তুলবে শেখ হাসিনা, মোদি-মমতার উপস্থিতি।

কিন্তু খটকার বিষয়, এর আগে হুট করে সরগরম বাংলাদেশের ক্রিকেটপাড়া। পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটে নামার হুমকি দিয়েছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। ফলে লাল-সবুজ জার্সিধারীদের আসন্ন ভারত সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে শেখ হাসিনার কার্যালয় একে ঘিরে কোনো আশঙ্কার ছায়া দেখছে না।

চলতি মাসের শুরুর দিকেই চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কলকাতা টেস্টে যাওয়ার সুবাদে মাত্র দেড় মাসের মধ্যেই আবার ভারত সফরে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সেই স্মরণীয় ম্যাচ দিয়ে টেস্টে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয় সৌরভের। সবকিছু ঠিক থাকলে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজ দিয়ে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।



 

Show all comments
  • Abdullah ২২ অক্টোবর, ২০১৯, ১২:১৪ পিএম says : 0
    valo
    Total Reply(0) Reply
  • দীনমজুর কহে ২২ অক্টোবর, ২০১৯, ১২:৫৯ পিএম says : 0
    আপনি খেলা দেখতে গেলে ক্রিকেটাররা উজ্জিবিত হবে।আপনি নতুন দিগন্তের দাড় উম্মেচন করে যাবেন।জাতী আপনাকে চির চিরান্তন স্বরন করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ