অপরাধী এবং প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে- পুলিশ সুপার মাগুরা

অপরাধী ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সমাজের সকলকে সোচ্চার হতে হবে। বুধবার বিকালে মাগুরা সদর থানা প্রাঙ্গণে
ঢাকার আশুলিয়ায় জানালার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার হাকিম মাদবরের ভাড়া বাড়ির একটি কক্ষের জানালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুসলিমা আক্তার (১২) মাগুড়া জেলার মোহাম্মদপুর থানার বেথুরি গ্রামের মৃত সাহেব মোল্লার মেয়ে। সে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় খালা সাজেদা বেগমের পরিবারের সাথে থাকত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মুসলিমা নামের ওই কিশোরী ছোটবেলা থেকেই তার গার্মেন্টকর্মী খালা ও তার পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। প্রতিদিনের মত মঙ্গলবার সকালে তার খালা-খালু গার্মেন্টে ও খালাতো বোন স্কুলে চলে গেলে সে বাসায় একাই ছিল। পরে দুপুরে খালাতো বোন স্কুল থেকে এসে মুসলিমার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পায়। এসময় অনেক ডাকাডাকির পরও সারা না দেওয়ায় সন্দেহ হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙ্গে ঘরে ঢুকে জানালার সাথে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা করে।
প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে ওই কিশোরী আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এর প্রকৃত কারন বলতে পারছেন না ওই পুলিশ কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।