মাগুরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
শুক্রবার সকালে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামে জুনায়েদ (৯) এক শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। বাড়ির পাশের মাঠে মটরের বিদুতের লাইন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় জানান, পীরগঞ্জ রেল ষ্টেশনের দক্ষিণে বাঁশগাড়ায় গত রাতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পেয়ে সেখানে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। জায়গাটি ফাঁকা হওয়ার কারণে কোন ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। কাটা পড়া ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।
পীরগঞ্জ ষ্টেশন মাষ্টার গোলাম রব্বানী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যাওয়ার কথা স্বীকার করে বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্্রপ্রেস অথবা সেভেন আপ মেইল ট্রেনে এ দুর্ঘটনা ঘটতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।