Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

মানবাধিকারের প্রতি শ্রদ্ধার আহ্বান ভারতীয় কর্তৃপক্ষকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের কাশ্মীর উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। মার্কিন হাউসের পররাষ্ট্র বিষয়ক কমিটির এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় এবং ননপ্রলিফারেশন সম্পর্কিত উপকমিটিকে সোমবার কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন দক্ষিণ ও মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত সহকারী সচিব অ্যালিস জি ওয়েলস। ওয়েলসের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কাশ্মীর বিষয়ক ভারতের এজেন্ডা সমর্থন করলেও মার্কিন পররাষ্ট্র দফতর কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ সময় ওয়েলস বলেন, জম্মু ও লাদাখের অবস্থার উন্নতি হলেও উপত্যকাটি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জম্মু ও কাশ্মীরের তিন সাবেক মুখ্যমন্ত্রীসহ সাধারণ নাগরিক ও রাজনৈতিক নেতাদের বন্দিদশা নিয়ে ভারত সরকারের প্রতি উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, আমরা ভারতীয় কর্তৃপক্ষকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কসহ পরিষেবাগুলো সম্প‚র্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আহŸান জানিয়েছি। ওয়েলস বলেন, বিদেশি ও স্থানীয় সাংবাদিকেরা জম্মু ও কাশ্মীরের বিভিন্ন ঘটনা নিয়ে ক্রমাগত কাজ করছেন। তবে নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞার কারণে প্রতিবেদন তৈরি করতে গিয়ে তারা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তিনি আরও বলেন, যদিও সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন, আমরা ধারণা করছি দুই মাস ধরে কাশ্মীর উপত্যকায় কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। পরবর্তীতে অবশ্য তাদের অনেক মুক্তি দেওয়া হয়েছে। সিএনএন, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ