Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘লাল কাপ্তান’ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

‘লাল কাপ্তান’, ‘গোস্ট’, ‘পি সে পেয়ার এফ সে ফারার’, ‘গুমনামি’, ‘জাংশন বারানসি’, ‘জ্যাকলিন আই অ্যাম কামিং’, ‘অর্জুন সিং আইপিএস’, ‘লাইফ মেঁ টাইম নেহি হ্যায় কিসি কো’ এবং ‘#ইয়ারাম’ ফিল্মগুলো মুক্তি পেয়েছে। নয়টি ফিল্ম একদিনে মুক্তি পেলে যা হবার তাই হয়েছে। সবগুলো ফিল্মই চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনা ছিল ‘লাল কাপ্তান’-এর; কিন্তু ফিল্মটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে। কাছাকাছি আয় করেছে ‘গোস্ট’ এবং ‘পি সে পেয়ার এফ সে ফারার’। নবদীপ সিংয়ের পরিচালনায় রিভেঞ্জ অ্যাকশন ফিল্ম ‘লাল কাপ্তান’-এ অভিনয় করেছেন সাইফ আলি খান, মানব বিজ, জোয়া হুসেন, দীপক দোব্রিয়াল, সিমোন সিং এবং অতিথি ভূমিকায় সোনাক্ষি সিনহা। এটি বড় পর্দায় সাইফের প্রত্যাবর্তনের বাহন হতে পারত কিন্তু সব স্বত্ব বিক্রি করবার পর এর বিনিয়োগ উঠে আসে কীনা সন্দেহ। ৬৫ লক্ষ রুপিতে শুক্রবার আয় শুরু করে মঙ্গলবার পর্যন্ত ফিল্মটির আয় ২.০৭ কোটি রুপি। গড়ে ফিল্মটি পাঁচে আড়াই তারকা পেয়েছে। বিক্রম ভাটের পরিচালনায় হরর ফিল্ম ‘গোস্ট’-এ অভিনয় করেছেন সানায়া ইরানি, শিবম ভার্গব এবং গ্যারি হেরন। বিক্রম হররে দক্ষ হলেও পুনরাবৃত্তির কারণে ফিল্মটি দর্শক আকর্ষণে ব্যর্থ হয়েছে। ৫৫ লক্ষ রুপি দিয়ে শুরু করে মঙ্গলবার পর্যন্ত ১.৮৯ কোটি রুপি। মনোজ শর্মার পরিচালনায় কমেডি ‘পি সে পেয়ার এফ সে ফারার’-এ অভিনয় করেছেন মনীশ রান্দার, শ্যামসুন্দর মালানি এবং রাজেশ রান্দার। ৫০ লক্ষ রুপিতে শুরু করে মঙ্গলবার পর্যন্ত আয় ১.৭৬ কোটি রুপি। 'ওয়ার' ৩০১ কোটি রুপি আয় করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ