Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯ আশ্বিন ১৪২৭, ০৬ সফর ১৪৪২ হিজরী

হিজবুল্লাহর মানববন্ধন ও প্রতিবাদ সভা

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

ভোলায় মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর প্রতি অবমাননার প্রতিবাদে এবং ধর্মপ্রান মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের প্রতিবাদে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ বরিশাল বিভাগ, জেলা ও মহানগরীর উদ্যোগে নগরীর টাউন হল প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল বুধবার বিকেলে হিজবুল্লাহর এ কর্মসূচিতে যুব ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। এ মানববন্ধন চলাকালে এক প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে হিজবুল্লাহর বিভাগীয় সভাপতি হজরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ বক্তব্য রাখেন।

সভায় বক্তাগণ নিরীহ ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর গুলি বর্ষণের নিন্দা জানানোর পাশাপাশি এজন্য দোষীদের দৃৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। মানববন্ধন শেষে এক বিশেষ দোয়াÑমোনাজাতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতও আনুষ্ঠিত হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন


আরও
আরও পড়ুন