Inqilab Logo

ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭, ১৪ রবিউস সানি ১৪৪২ হিজরী

বয়সভিত্তিক মহিলা সাঁতার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ৮:৩৭ পিএম

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অনুষ্ঠিত হবে আন্ত:জেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতা। দু’দিন ব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার প্রায় ২০০ সাঁতারু অংশ নেবেন। শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় সংসদ সদস্য বেগম মেহের আফরোজ চুমকি। এসময় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম.বি সাইফ।

২৭ অক্টোবর বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, এমপি। এসময় বিশেষ অতিথি থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: মাসুদ করিম (যুগ্মসচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি, এমপি।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁতার

১৪ সেপ্টেম্বর, ২০২০
৭ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন