Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিত্রনায়ক ফেরদৌস এবার নাট্যকার!

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এবার নাট্যকার হলেন চিত্রনায়ক ফেরদৌস। এবারের ঈদের জন্য একটি নাটক লিখেছেন তিনি। নাটকটির নাম ‘ম্যানিকুইন’। অবশ্য এটি একটি বিদেশি গল্প অবলম্বনে লিখেছেন বলে জানান ফেরদৌস। নাটকটির শুটিং গতকাল শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন পূর্ণিমা, সজল ড. ইনামুল হক, রিফাত চৌধুরী, সানজিদ খান প্রিন্স, নীলা ও অনন্যা প্রমুখ। এতে ম্যানিকুইন বা পুতুলের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। আর সজল দোকানের সেলসম্যানের চরিত্রে অভিনয় করেছেন। ক্রিয়েশন ইনফিনিটি ও নুজহাত ফিল্মস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে নাটকটি পরিচালনা করেছেন আবীর খান। নাটক লেখা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘অনেক সময় অনেক গল্পই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তাই সময় পেলেই সেগুলো লিখে রাখি। তারই ধারাবাহিকতায় ‘ম্যানিকুইন’ নাটকটি লিখেছি। ক্রিয়েশন ইনফিনিটি ও নুজহাত ফিল্মস ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে আমরা বেশকিছু টিভি প্রোডাকশন নির্মাণ করবো। তারই প্রথম চেষ্টা এই নাটকটি।’ ক্রিয়েশন ইনফিনিটির কর্ণধার ও অভিনেতা সানজিদ খান প্রিন্স বলেন, ‘বরাবরই আমরা বিশেষ লেখকদের গল্প নিয়ে কাজ করে থাকি। তাই চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এর মতো গুণী অভিনেতার গল্প নিয়ে কাজ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আশা করি ঈদ আনন্দে দর্শকদের জন্য ভিন্ন এক আমেজ হবে ‘ম্যানিকুইন’ নাটকটি। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিত্রনায়ক ফেরদৌস এবার নাট্যকার!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ