Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এক্সিম ব্যাংকের বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গত বছর এক্সিম ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং নতুন বছরের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে “বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০১৬” শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন গতকাল ঢাকার র‌্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। সম্মেলনে ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও আঞ্চলিক প্রধানগণ অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ, মোঃ নুরুল আমিন ফারুক, মেজর অব. খন্দকার নুরুল আফসার, লেফটেন্যান্ট কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক, মোহাম্মদ ওমর ফারুক ভূইয়া, আব্দুল্লাহ আল জহীর স্বপনসহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম মজুমদার বিগত দিনের ধারাবাহিকতায় কাক্সিক্ষত ফলাফল অর্জন করায় সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি শাখা ব্যবস্থাপকদের নিষ্ঠা, সততা ও উদ্দীপনার সাথে কাজ করার জন্য আহŸান জানানব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া তাঁর বক্তব্যে গত বছরে ব্যাংকের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং শাখা ব্যবস্থাপকদের পক্ষ থেকে বক্তব্যের প্রেক্ষিতে নতুন বছরে কাক্সিক্ষত ফলাফল অর্জনের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।-বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক্সিম ব্যাংকের বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ