Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চয়তার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বিষ ও ভেজালমুক্ত খাদ্যের নিশ্চয়তার দাবিতে গতকাল (শনিবার) নেত্রকোনায় মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা ঐক্য ন্যাপ।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা কমিটির সভাপতি অলিজা হাসান, কার্যকরি সভাপতি আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক চয়ন আহম্মেদ, সদস্য মিনা আক্তারসহ অন্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ভেজাল বিরোধী অভিযান জোরদারের পাশাপাশি পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে সকল মানুষকে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চয়তার দাবিতে মানববন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ