Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জম্মু-কাশ্মীরে প্রথম লেফটেন্যান্ট গভর্নর গিরিশ, লাদাখে রাধাকৃষ্ণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর এবার সেখানে লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ দিতে যাচ্ছে সরকার। জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে মোদি ঘনিষ্ঠ আমলা গিরিশ চন্দ্র মুর্মুকে। আর লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হবেন রাধাকৃষ্ণ মাথুর। দেশটির স¤প্রচারমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট ভবন থেকে তাদের নাম ঘোষণা করা হয়। ৩১ অক্টোবর থেকে তাদের নিয়োগ কার্যকর হবে। চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার পর জম্মু-কাশ্মীরের প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় বিল পাস করে বিজেপি সরকার। জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯ নামের এ বিলের আওতায় জম্মু-কাশ্মীরকে দু’ভাগ করে দুইটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর নতুন দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মীর ও লাদাখ। ২০১৮ সালের জুন মাসে জম্মু-কাশ্মীরের মেহবুবা মুফতি সরকার থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। ভেঙে যায় জম্মু ও কাশ্মীর বিধানসভা। তার পর থেকেই রাজ্য প্রশাসনের দায়িত্বে ছিলেন সত্যপাল মালিক। তাকে এখন রাজ্যপাল হিসেবে নিয়োগ দিয়ে কেন্দ্রশাসিত গোয়ায় পাঠানো হচ্ছে। ১৯৮৫ সালে গুজরাট ক্যাডেটের আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনস্ট্রেটিভ সার্ভিসেস) অফিসার গিরিশ চন্দ্র মুর্মু বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় সংক্রান্ত দফতরের সচিব পদে কর্মরত আছেন। গুজরাটে থাকাকালীন তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপ্যাল সচিব পদে দায়িত্বরত ছিলেন। ২০০২ সালে গুজরাট দাঙ্গার তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে মুর্মুর বিরুদ্ধে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ