Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভিসা জটিলতা না কাটায় ‘দত্তা’ থেকে বাদ পড়েছেন ফেরদৌস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ৪:০৮ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের সময় প্রচারণায় অংশ নিয়ে দেশটির ভিসা বাতিল হয় বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের। সে সময় ফেরদৌস কলকাতার ‘দত্তা’ সিনেমায় কাজ করছিলেন। শুটিং শেষ করেছিলেন ২০ শতাংশ।

সে সময় ফেরদৌসের ভিসা বাতিল ইস্যুকে কেন্দ্র করে অনিশ্চিত হয়ে গিয়েছিল ‘দত্তা’ সিনেমার ভবিষ্যৎ। তখন পরিচালক নির্মল চক্রবর্তী জানিয়েছিলেন, ফেরদৌসের জন্য অপেক্ষা করে ডিসেম্বরে শুটিং শুরু করা হবে সিনেমার বাকী শুটিং।

কিন্তু তা আর হল কই, ফেরদৌসের ভিসা জটিলতা না কাটায় ‘দত্তা’ থেকে বাদ পড়েছেন ফেরদৌস। তার জায়গায় সিনেমাটিতে যুক্ত হয়েছেন সাহেব চট্টোপাধ্যায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দত্তা’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে। সিনেমাটি বিজয়ার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টালিগঞ্জ

১৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ