Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বিশ্বব্যাংক প্রতিনিধিদল

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ৫:৫৬ পিএম

ঢাকার দক্ষিন কেরাীগঞ্জের ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন বিশ^ব্যাংকের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ রবিবার(২৭অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্বব্যাংক পরিচালনাধীন এলজি এসপি-৩ প্রকল্পের টাস্ক টিম লিডার শেনহুয়া ওয়াং এর নেতৃত্বে প্রতিনিধিদলটি আগানগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এই প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন এলজি এসপি-৩ এর সহকারী প্রকল্প পরিচালক মনদীপ ঘরাই, এলজি এসপি-৩এর ডিস্ট্রিক ফেসিলেটর মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, মাহবুব রহমান. আমিন উদ্দিন পারভেজ, মাইসুর রহমান, মোস্তাক মোহাম্মদ সানি প্রমুখ। এসময় পরিষদের একটি হলরুমে তারা বিভিন্ন চিত্র প্রদর্শনীর মাধ্যমে লোকাল গভর্মেন্ট সাপোর্ট প্রজেক্ট(এলজি এসপি)’র বিভিন্ন উন্নয়ন কর্ম-কান্ড প্রত্যক্ষ ও পর্যালোচনা করেন। পরে প্রতিনিধি দলটি এলজি এসপি’র অর্থায়নে নির্মিত আগানগর ইউনিয়ন পাবলিক লইব্রেরী ও আমবাগিচা এলাকায় স্যুয়ারেজ লাইনের কাজ পরিদর্শণ করেন। এসময় প্রতিনিধি দলের সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশীসহ পরিষদের সকল ইউপি সদস্যগন। এর আগে বিশ্বব্যাংক প্রতিনিধিদলটি সকাল ১০টায় কোন্ডা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এসময় প্রতিনিধিদল কাউটাইল ঋষিপাড়া এলাকায় এলজি এসপি’র অর্থায়নে এলাকার দরিদ্র জণগোষ্ঠির সুপেয় পানীয় জলের সমস্যা নিরসনের জন্য নির্মিত সাবমার্সিবল টিউবওয়েল পরিদর্শন করেন। তারা স্থানীয় দরিদ্র জণগনের সাথে উন্নয়ন কর্মনিয়ে সৌজন্য আলাপ করেন।এসময় আরো উপস্থিত ছিলেন কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান ফারুক চৌধুরীসহ সকল ইউপি সদস্যগন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিদর্শন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ