Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

যানজট নিরসনে মাঠে নামলেন শামীম ওসমান

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নগরীর যানজট নিরসনে আবারো ট্রাফিকের ভূমিকায় অবতীর্ণ হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আলহাজ একেএম শামীম ওসমান। গতকাল শনিবার দুপুর সোয়া ২টায় নগরীর চাষাড়া এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়ে সঠিক পথে যানবাহন চলাচলের লক্ষ্যে চালকদের দিকনির্দেশনা দেন তিনি। এর আগে সকাল থেকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের নেতৃত্বে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ যানজট নিরসনে নগরীর ৫টি পয়েন্টে দায়িত্ব পালন করেন।শহরের ১নং রেলগেট, ২নং রেলগেট, উকিলপাড়া মোড়, চাষাড়া গোল চত্বর ও মহিলা কলেজের সামনে ট্রাফিকের দায়িত্ব পালন করে ছাত্রলীগ নেতৃবৃন্দরা। প্রসঙ্গত, নগরীর যানজটের কারন উল্লেখ করে গত ১ জুন ফুটপাতের সকল হকারদের উচ্ছেদ করে দেয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন ও ডিপিডিসি। পরে শামীম ওসমান হকারদের ফুটপাতে বসার সুযোগ করে দিয়ে যানজট নিরসনে নিজেই রাস্তায় নামার ঘোষণা দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট নিরসনে মাঠে নামলেন শামীম ওসমান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ