Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কলকাতায় মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের খাঁচা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘খাঁচা’ এবার সাফটা চুক্তির নীতিমালার ভিত্তিতে মুক্তি পাচ্ছে কলকাতায়। জয়া আহসান অভিনীত ‘খাঁচা’ ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বণে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন জয়া আহসানের বিপরিতে অভিনীত শিল্পী আজাদ আবুল কালাম ও ছবিটির পরিচালক আকরাম খান। এ ছবিতে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম প্রমুখ। এ ছবির গল্পে দেখা যাবে ১৯৪৭-এর দেশভাগের পটভূমি। বারবার দেশত্যাগের চেষ্টা করছে একটি পরিবার। কিন্তু বারবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হয় তারা। আর এই টানাপড়েন নিয়েই ‘খাঁচা’র গল্প। এদিকে বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ভারতীয় ছবি ‘কণ্ঠ’। ছবটি এদেশে পরিবেশন করবে ইমপ্রেস টেলিফিল্ম লি.। এর আগে গত মে মাসে ছবিটি ভারতে মুক্তি পায়। ছবিটি নির্মাণ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। মুক্তির এগারো দিনেই ছবিটি আয় করে ২ কোটি রুপির বেশি। ছবিটি এবার দেখা যাবে বংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার জানান, সাফটা চুক্তির নীতিমালা মেনেই বাংলাদেশে ‘কণ্ঠ’ ছবিটি মুক্তি পাচ্ছে। তিনি আরো বলেন, ছবিটি বর্তমানে বাংলাদেশে সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছে। সামনের মাসের প্রথমদিকে ছবিটি মুক্তি পাবে। ‘কণ্ঠ’ ছবিটি নির্মিত হয়েছে একজন বাচিক শিল্পীর (রেডিও জোকি) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প নিয়ে। আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়েই তৈরি হয়েছে ‘কণ্ঠ’ ছবিটি। এ ছবিতে আরো অভিনয় করেছেন পাওলি ধাম, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাঁচা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ